১৩ জুন, ২০২৩ ১৬:১১

মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি


মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে
দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ

“একটাই দাবি মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণ চাই” এই লক্ষ্যকে সামনে রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ পালন করেছে দিনাজপুরে শিক্ষক সমাজ। 

মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে বৈষম্যহীন ও মানসম্মত শিক্ষার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন পালন করা হয়। 
এরপর দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল পালন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখা। এই দাবিতে বুধবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর শাখার সহ-সভাপতি বুনু বিশ্বাস, ফজলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ মাতলুবুল মামুন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক মোঃ মাসউদ আলমসহ শিক্ষক নেতৃবৃন্দ। এছাড়াও কর্মসূচিতে অংশ নেন দিনাজপুর সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর