১৫ জুন, ২০২৩ ১৮:৩৮

বারিতে তৈলবীজ ফসলের জাত উন্নয়ন ও উৎপাদন কলাকৌশল’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

বারিতে তৈলবীজ ফসলের জাত উন্নয়ন ও উৎপাদন কলাকৌশল’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) তৈলবীজ গবেষণা কেন্দ্র, গাজীপুরের আয়োজনে বৃহস্পতিবার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারী এবং বৈজ্ঞানিক সহকারী এর অংশগ্রহণে ‘তৈলবীজ ফসলের জাত উন্নয়ন ও উৎপাদন কলাকৌশল’ শীর্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। বারির পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৈলবীজ গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. ফেরদৌসী বেগম। প্রশিক্ষণে বারির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারী এবং বৈজ্ঞানিক সহকারীবৃন্দ অংশগ্রহণ করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর