১৫ জুন, ২০২৩ ২০:৪০

বরগুনায় ১ লাখ ১৭ হাজার ২০৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

বরগুনা প্রতিনিধি

বরগুনায় ১ লাখ ১৭ হাজার ২০৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

বরগুনা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় জানানো হয়েছে, আগামী ১৮ জুন শুরু হওয়া ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে জেলার ১ লাখ ১৭ হাজার ২০৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ঝর্ণা তরুনিমার সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় ডা. তৌহিদা আক্তার তপু, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, ফোরকান আহমেদ, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান মুহা, সালামত উল্লাহসহ প্রিন্ট, ইলেকট্রিক, অনলাইন গণমাধ্যমের অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, ৬ থেকে ১১ মাসের ১৩ হাজার ৬৫৫ শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৩ হাজার ৫৫৩ শিশুসহ মোট ১ লাখ ১৭ হাজার ২০৮ জন শিশুকে ৬টি উপজেলা ও ১টি পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ক্যাম্পেইন চলবে। যে সকল শিশু ক্যাম্পেইনে বাদ যাবে তাদের তালিকাসহ বাড়ি বাড়ি গিয়ে ক্যাপসুল খাওয়ানো হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর