১৭ জুন, ২০২৩ ১৯:৫২

কোটালীপাড়ায় দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

কোটালীপাড়ায় দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় মানববন্ধন

মানববন্ধন

প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে একের পর এক বিল। অপরিকল্পিতভাবে কাটা হচ্ছে মাছের ঘের। নষ্ট হচ্ছে ফসলি জমি। ধ্বংস হচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য।

ভূমির শ্রেণি পরিবর্তন আইন থাকলেও প্রভাবশালী ব্যক্তিরা এই আইনের তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে কেটে যাচ্ছে একটার পর একটা মাছের ঘের। দখল করে নিচ্ছে সরকারি খাল ও জলাভূমি।

আর এসব রক্ষায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন করেছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষা কমিটি। শনিবার উপজেলার পারকোনা বিলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষা কমিটি এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষা কমিটি সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বুলু, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি হায়দার হাজরা, যুবলীগ নেতা মুন্সী মিরাজ, শেখ আজিজ ও সাংবাদিক মাহবুব সুলতান বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর