২২ জুন, ২০২৩ ১৭:০৪

তারাকান্দায় ভিজিএফের চাল বিতরণ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

তারাকান্দায় ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় কার্ডধারী অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

তারাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসের উপসহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, উপজেলায় এবার ২৫ হাজার ৩৯৪ জন কার্ডধারীকে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হবে। চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, জেলা পরিষদের সদস্য মেজবাহ উল আলম চৌধুরী রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকারিয়া আলম, তারাকান্দা সদর ইউপি চেয়ারম্যান খাদেমুল আলম শিশির, রামপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বুলে, বিসকা ইউপি চেয়ারম্যান শাকের আহমেদ বাবুল, কামারিয়া ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর