শিরোনাম
২২ জুন, ২০২৩ ১৯:০০

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ বিতরণ

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হলরুমে বৃহস্পতিবার দুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ও সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে রুপা আমন ধানের বীজ ও ডিএপি ১০ কেজি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী নাসরিন আরা পোষণ, চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, অনেকে। অনুষ্ঠান শেষে ৮০ বান টিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ৫৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর