২২ জুন, ২০২৩ ১৯:৪০

যাত্রীবাহী বাসে মদ পরিবহন, আটক ২

নেত্রকোনা প্রতিনিধি

যাত্রীবাহী বাসে মদ পরিবহন, আটক ২

আটক ব্যক্তিরা

নেত্রকোনার কলমাকান্দা থেকে নেত্রকোনাগামী বাসে যাত্রী বেশে মদ পরিবহনের সময় ২৩ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন-কলমাকান্দা উপজেলার সিংকাটা গ্রামের মো. জব্বারের ছেলে মো. স্বপন মিয়া (১৯) ও চৈতা গ্রামের মো. ফরহাদ মিয়ার ছেলে মো. জনি মিয়া (২০)। আটক ব্যক্তিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে বারহাট্টার নিশ্চিন্তপুর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারে কলমাকান্দা থেকে নেত্রকোনাগামী যাত্রীবাহী বাসে করে মদ নিয়ে যাওয়া হচ্ছে। এই খবরে পুলিশ বাসটিকে বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর সেতুর ওপর থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালকের পাশে থাকা ওই দুই যুবকের বসার সিটের নিচ থেকে ২৩ বোতল মদ উদ্ধার করে দুজনকে আটক করা হয়।

এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর