শিরোনাম
২৩ জুন, ২০২৩ ১৬:৪৭

ঝিনাইদহে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

ঝিনাইদহ, প্রতিনিধি

ঝিনাইদহে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যবৃন্দ

ঝিনাইদহে মৌসুমি ফল প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা ও মানিকগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা এই তথ্য জানান। 

ওসি বলেন, ঝিনাইদহ সদর থানায় আম ব্যবসায়ী শাহাদাৎ হোসেন বাদী হয়ে গত ১৯ জুন মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) ফরিদ হোসেন একটি অভিযানিক টিম নিয়ে ঢাকার বাবু বাজারের পাশে কদমতলীতে অভিযান চালান। এই অভিযানে প্রতারক চক্রের সদস্য ঝিনাইদহের আরাবপুর পূর্বপাড়া এলাকার আবেদ আলীর পুত্র শেখ সাদি ওরফে সাদেক (৪০)-কে গ্রেফতার করা হয়। তার তথ্য অনুসারে রাজশাহী জেলার বানেশ্বর এলাকা থেকে প্রতারক চক্রের মূলহোতা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিণ তেওতা এলাকার মৃত কফিল উদ্দীন খার পুত্র আব্দুর রহিম মুন্সিসহ (৪৬) তার দুই সদস্যকে আম বহনকারী পিকআপসহ গ্রেফতার করা হয়। বাকি দুই সদস্য হলেন- মানিকগঞ্জ সদর থানার ডাউটিয়া এলাকার মন্টু মিয়ার পুত্র গাড়িচালক রাকিব হোসেন (২৪) ও একই এলাকার মনু মিয়ার পুত্র জীবন (২০)।

ওসি জানান, তাদের কাছ থেকে ( নম্বর, ঢাকা মেট্রো- ন ২৩-২৫২৫ ) একটি আম বহনকারী পিকআপ জব্দ করা হয়েছে। 

উল্লেখ্য, প্রতারক চক্র আনুমানিক ৪ লাখ টাকার আম আত্মসাৎ করে বলে সংবাদ সম্মেলনে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর