২৫ জুন, ২০২৩ ১৫:৫২

লক্ষ্মীপুর পৌরসভা বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিনিধি


লক্ষ্মীপুর পৌরসভা বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ১১৪ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থ বছরের চেয়ে প্রায় ১ কোটি টাকা কম। এর মধ্যে উন্নয়ন বাজেটে গত অর্থ বছরের চেয়ে ১১ কোটি ৪৯ লাখ টাকা আয় কম ধরা হয়েছে। রাজস্ব খাতে বাজেট আয় বৃদ্ধি করা হয়েছে ১০ কোটি ৫০ লক্ষ ৪৬ হাজার ১৯২ টাকা।
রবিবার দুপুরে পৌর মেয়রের বাসভবন-সংলগ্ন ‘জনতার ঘর’ এ বাজেট ঘোষণা করেন মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

বাজেটে রাজস্ব খাতে ৫৪ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ১৯২ টাকা, উন্নয়ন খাতে ৫৮ কোটি ২৫ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৭৬ লাখ টাকাসহ সর্বমোট আয় ধরা হয়েছে ১১৪ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৩৬ টাকা। বাজেটে ১১টি খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার টাকা। এ বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৫ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল করিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর