২৬ জুন, ২০২৩ ১৮:২৪

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসকের চেক বিতরণ

বোয়ালমারী প্রতিনিধি:

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসকের চেক বিতরণ

ফরিদপুরের ভাঙ্গা মালিগ্রামে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে ফরিদপুর জেলা প্রশাসকের ত্রাণ শাখা থেকে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার প্রত্যেককে ২০ হাজার টাকার চেক দেন। মৃত ৭ ব্যক্তির জন্য ১ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের কার্যালয় চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান। 

চেক গ্রহণ করেন নিহত তাসলিমার ছেলে আনিচ শেখ, নিহত কমলার স্বামী আলমগীর খান, নিহত বিউটির স্বামী মাহমুদুল হাসান রনি।

এর আগে উপজেলা পরিষদের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়া হয় লাশের দাফন-কাফনের জন্য।

প্রসঙ্গত, গত শনিবার ঢাকা থেকে তাসলিমা দুই মেয়ে চার নাতিকে নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার পথে ভাঙ্গা মালিগ্রামে পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। আগুনে তাসলিমা, তার দুই মেয়ে ও চার নাতি পুড়ে মারা যায়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর