২৭ জুন, ২০২৩ ১৭:৪২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

কালিয়াকৈর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় মঙ্গলবার বিকেলে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীদের সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দা এলাকায় চন্দ্রা আশেপাশে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো যাত্রীরা। মঙ্গলবার দুপুরের পর থেকে একসাথে কারখানাগুলো ছুটি হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর নবীনগর সড়কে যানবাহন চন্দ্রা হয়ে পার হতে হয়। দুইটি রুটের যানবাহনে একটি রুটে প্রবেশ করতে হয় ।এতে যানবাহনের চাপ সৃষ্টি হয়ে যানজট সৃষ্টি হয়েছে।

রংপুরগামী এক যাত্রী শরিফা আক্তার জানান, আশুলিয়া থেকে দুই ঘন্টা চন্দ্রা এসে পৌঁছেছি। বাড়িতে যেতে কতক্ষণ লাগবে তা বুঝতে পারতেছি না।
গাজীপুর রিজিয়ওনের হাইওয়ে পুলিশের এসপি মোস্তাফিজুর রহমান জানান, মহাসড়কে যানজট নিরসনের জন্য পুলিশ মহাসড়কে কাজ করছে। যাতে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর