৩০ জুন, ২০২৩ ১৭:৫১

ভালুকায় দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

ভালুকা প্রতিনিধিঃ

ভালুকায় দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

ভালুকায় ৩৫টি গরু কোরবানি করে স্থানীয় দুস্থ ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ ১৫শত পরিবারের মাঝে গোস্ত বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাচগাঁও গ্রামে মোমেনা মারাফাহ ভিলায় আল খায়ের ফাউন্ডেশন নামের একটি সেবামূলক প্রতিষ্ঠানের উদ্যোগে ওই গোস্ত বিতরণ করা হয়।

আল খায়ের ফাউন্ডেশনের অ্যাডভাইজার ডা. মোশায়েদ রহমান মুনের সার্বিক ব্যাবস্থাপনায় ওই গোস্ত বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত আয়োচনা সভায় আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মো. সজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন আল খায়ের ফাউন্ডেশনের অ্যাডভাইজার ডা. মোশায়েদ রহমান মুন, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোস্তফা কামাল প্রমুখ। 

আল খায়ের ফাউন্ডেশনের অ্যাডভাইজার ডা. মোশায়েদ রহমান মুন বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা ৩৫টি গরু কোরবানি করে ১৫শত পরিবারের মাঝে নিরাপদ গোস্ত বিতরণ করেছি। 

তিনি আরও বলেন, আল খায়ের ফাউন্ডেশনের দেশের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করছে। তাছাড়া বিভিন্ন মসজিদ-মাদরাসায় উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর