শিরোনাম
৩ জুলাই, ২০২৩ ২০:০৮

বগুড়ায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বালু উত্তোলন বন্ধের
দাবিতে মানববন্ধন

বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের কৃষকরা। সোমবার সকাল ১১টায় উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের দেবডাঙ্গা বাজার মোড়ে এ মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য রাখেন কর্ণিবাড়ী ইউনিয়নের নারাপালা গ্রামের কৃষক মজনু মিয়া, লিমন খাঁ, বাবুল খাঁ, শাহা আলম মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুহিন মন্ডল, উপজেলা কৃষক লীগ নেতা সাজেদুর রহমান, চন্দনবাইশা পিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, কর্ণিবাড়ী ইউপি সদস্য আব্দুল হামিদ, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে কৃষক মজনু মিয়া বলেন, গত কয়েকমাস আগে কর্ণিবাড়ী ইউনিয়নের নারাপালা মৌজায় বালু উত্তোলনের ইজারা দিয়েছিল সরকার। ইজারাদাররা সরকারের নির্দিষ্ট করে দেয়া মৌজার বাইরেও বালু উত্তোলন করছেন। এতে আমাদের কৃষি জমি হুমকিতে রয়েছে এবং নদী ভাঙনের শিকার হয়ে বেশ কিছু ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। তাই অনতিবিলম্বে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধ আমাদের যমুনাপাড়ের মানুষের প্রাণের দাবি।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর