৮ জুলাই, ২০২৩ ১৪:১৭

সবুজ বনায়নের লক্ষ্যে ভাসানচরে সাইকেল র‍্যালি

নোয়াখালী প্রতিনিধি

সবুজ বনায়নের লক্ষ্যে ভাসানচরে সাইকেল র‍্যালি

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

পরিচ্ছন্নতা ও সবুজ বনায়নের লক্ষ্যে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার ভাসানচরে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতা ও সবুজ বনায়নের জন্য বৃক্ষরোপণ করা হয়।

শনিবার (০৮ জুলাই) সকালে সাইকেল র‌্যালির মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান (উপসচিব)। 

সাইকেল র‌্যালিটি ভাসানচর মাল্টিপারপাস কমপ্লেক্স থেকে শুরু করে ভাসানচরের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় কমপ্লেক্সে এসে শেষ হয়। পথিমধ্যে ২টি বাজারে বৃক্ষরোপণ করা হয়। এসময় পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে রোহিঙ্গা কমিউনিটিকে সচেতন করা হয়।

কর্মসূচিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালি উল্যাহ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ডিডি মনজুর আলম, ভাসানচর থানার পুলিশ উপ-পরিদর্শক সুদীপ্ত নাথ, ভাসানচরের ডব্লিউএফপি এর প্রধান আমিন সাইদসহ রোহিঙ্গা কমিউনিটি, এনজিও, আইএনজিও, ইউএন এজেন্সি এবং সরকারি সংস্থার প্রায় ৪০০জন অংশগ্রহণ করেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর