২০ জুলাই, ২০২৩ ১৭:২৪

নাটোরে বৃক্ষমেলা উদ্বোধন

নাটোর প্রতিনিধি

নাটোরে বৃক্ষমেলা উদ্বোধন

“গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্য নাটোরে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা- ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ অডিটরিয়ামে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ। উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ।

পরে জেলা প্রশাসক আবু নাছের ভুঞার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জান শাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সহকারী বন কর্মকর্তা মেহেদুজ্জামানসহ কর্মকর্তাবৃন্দ। পরে প্রায় তিন হাজার  শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ, ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয় । ৭ দিনব্যাপী এ বৃক্ষ মেলা মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় ফলজ ও বনজ বিভিন্ন বৃক্ষের মোট ৩২টি স্টল রয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর