২৬ জুলাই, ২০২৩ ১৬:০৪

বরিশালে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিভাগীয় বৃক্ষ
মেলার উদ্বোধন

বরিশালে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। বুধবার সকাল ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত মেলা উদ্বোধনের পর প্রধান অতিথিসহ অন্যরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। 

পরে মেলা উপলক্ষ্যে বঙ্গবন্ধু উদ্যান থেকে এক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বান্দ রোডের শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে মেলা উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগান নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি। 

জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁঞা, পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুল আউয়াল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মুরাদুল হাসান। 

এবারের বৃক্ষ মেলায় মোট ৫০টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে দেশী-বিদেশী নানা জাতের ফলদ, বনজ, ওষুধি ও ফুল গাচের চারার সমাহার ঘটানো হয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর