২৬ জুলাই, ২০২৩ ১৮:১১

বাগেরহাটে শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় নলেজ ফেয়ার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় নলেজ ফেয়ার

বাগেরহাটে শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে ‘নলেজ ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাটের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের হল রুমে শিক্ষার্থীদের নিয়ে এই নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়।

নলেজ ফেয়ারে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল জব্বার, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুল্লাহ, সিনিয়র সহকারী কমিশনার অনুজা মন্ডল, জেলা শিক্ষা অফিসার এস এম ছাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজগর আলী, এস এম ইদ্রিস আলম, মো. জিল্লুর রহমান, জেলা ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুনসহ অন্যরা। নলেজ ফেয়ারে বিতর্ক, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় ১৫০ জন শিক্ষার্থী অংশে গ্রহণ করে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর