২৬ জুলাই, ২০২৩ ২১:২৩

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে ২ ক্লিনিককে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে ২ ক্লিনিককে জরিমানা

ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অব্যবস্থাপনার জন্য দুই ক্লিনিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ক্লিনিকগুলো হলো কবিরপুর মোড়ের নুরজাহান প্রাইভেট হাসপাতাল ও সাহিদা প্রাইভেট হাসপাতাল। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড বনি আমিন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা: শুভ্রা রাণী দেবনাথ, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা: সুজায়েত হোসেন প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড বনি আমিন জানান, শৈলকুপা শহরের বিভিন্ন ক্লিনিকে সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন অব্যবস্থাপনার জন্য কবিরপুর মোড়ের নুরজাহান প্রাইভেট হাসপাতালকে ৭০ হাজার টাকা ও সাহিদা প্রাইভেট হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর