৩০ জুলাই, ২০২৩ ১৭:৫৮

খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা


খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ 
পাচারবিরোধী দিবস পালিত

‘মানুষই মুখ্য: মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ড্রাগ শুধু একটি মানুষকেই ধ্বংস করে দেয় না, পাশাপশি একটি পরিবারকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। তিনি সবাইকে সচেতন করে বলেন, মাদকদ্রব্য থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। 
বক্তৃতা করেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ ইকবাল হোসেন, খুলনা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ, উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম, র‌্যাব-৬ এর উপঅধিনায়ক লেঃ কমান্ডার এম নাজিউর রহমান, খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ। খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান। পরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর