৩০ জুলাই, ২০২৩ ১৮:৪৬

নারীদের নির্বিঘ্নে চলাচলে ফেনী পৌরসভা চালু করলো মহিলা বাস সার্ভিস

ফেনী প্রতিনিধি

ফেনী শহরে চলাচলরত নারীদের যাতায়াতের সুবিধার্থে আজ থেকে সেবা দিয়ে যাচ্ছে পৌর মহিলা বাস সার্ভিস। 

আজ ফেনী পৌরসভা চত্বরে পৌর মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করছেন ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। 

এসময় পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সরাকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ কামরুন নাহারসহ পৌর কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন বিভাগীয় শহরে টাউন বাস সার্ভিস না থাকলেও ফেনী শহরের টাউন বাস সার্ভিসের পর নতুন করে যুক্ত হয়েছে পৌর মহিলা বাস সার্ভিস। এতে শহরের নারীদের সেবায় যুক্ত হচ্ছে নতুন সেবার দ্বার। 

পৌর মহিলা বাস সার্ভিসে কেবল নারীরাই যাত্রী হিসেবে উঠতে পারবেন। কোনো পুরুষ এ সেবা গ্রহণ করতে পারবে না।
 
এদিকে মেয়রের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী। 

তিনি বলেন, পৌর মহিলা বাস সার্ভিস সেবার মধ্য দিয়ে ফেনী পৌরসভা উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছেন। সারা বাংলাদেশের কোন জেলায় এমন সার্ভিস নেই। এ সেবার কারণে আমাদের নারীরা বিভিন্ন ধরনের হয়রানীর থেকে অবসান পাবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর