৩১ জুলাই, ২০২৩ ১৮:৪৫

বাউফলে নতুন ইউএনও’র সঙ্গে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফলে নতুন ইউএনও’র সঙ্গে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

বাউফলে নতুন ইউএনও’র সঙ্গে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

পটুয়াখালীর বাউফল উপজেলায় নতুন ইউএনও মো. বশির গাজীর সঙ্গে উপজেলার মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের চিফ পলিটিক্যাল মটিভেটর বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা প্রশাসক মো. বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড, মুক্তিযুদ্ধকালীন বাউফল থানা কমান্ডার আবদুল বারেক মিয়া, বাউফল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, রফিকুল ইসলাম ও অধীর রঞ্জন দাস প্রমুখ।

বক্তারা বলেন, বাউফল উপজেলায় ৪৯৭জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার মধ্যে বর্তমানে ২৫৫ জন মুক্তিযোদ্ধা বেঁচে আছেন। মুক্তিযোদ্ধাদের ৩০০ টাকা ভাতা থেকে শুরু করে ২০ হাজার টাকা, পুনর্বাসনের জন্য ১৮ লাখ টাকা ব্যয়ে বসতভিটা নির্মাণ, সর্বোচ্চ সুবিধায় ৫ লাখ টাকা ব্যাংক লোনসহ বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে বর্তমান সরকার।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়ার সঞ্চালনায় এ সময় মুক্তিযোদ্ধাদের সন্তান, স্ত্রী-পুত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর