৯ আগস্ট, ২০২৩ ১৭:৪০

দিনাজপুর সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলাকে ভূমিহীন 
ও গৃহহীন মুক্ত ঘোষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ আগস্ট সারাদেশে ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনসহ দিনাজপুর সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত সদর উপজেলা ঘোষণা করেন। এ পর্যন্ত দিনাজপুর সদর উপজেলায় ১ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারসহ সারাদেশে ৮ লাখ ২৯ হাজার ৬০৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমি ও গৃহ এবং ৪১ লাখ ৪৮ হাজার মানুষকে পুনর্বাসন করা হয়েছে।

দিনাজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে বুধবার সদর উপজেলার ১৫১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহের চাবি তুলে দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করেন। ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ বাড়ি দিয়ে আবারও রেকর্ড বইয়ে নাম লেখালেন শেখ হাসিনা। বিশ্বের কোনো দেশেই এ রকম সুযোগ-সুবিধা নেই। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই এদেশ এগিয়ে যাচ্ছে।  দুঃখী মানুষের মুখে হাসি ফোটানাই শেখ হাসিনার লক্ষ্য। এ জন্য শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টার করেও আল্লাহর রহমতে তিনি বেঁচে যান। 

দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান উল ইসলাম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোকলেছুর রহমান, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ ওয়াহেদুল আলম আর্টিস্ট, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর