১৪ আগস্ট, ২০২৩ ১৮:৩২

মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি আহত

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি আহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে আশিক হোসেন ও অজ্ঞাত নামে আরও এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের লেবুতলা সীমান্তের বর্ডার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আশিক হোসেন লেবুতলা গ্রামের রওশন হোসেনের ছেলে। অজ্ঞাত যুবক একই উপজেলার পপরাইল গ্রামের।

স্থানীয়রা জানায়, সকালে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যাওয়ার চেষ্টা করে আশিক হোসেনসহ অজ্ঞাত ওই যুবক। সেসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তদের লক্ষ্য করে গুলি করে। এতে তারা গুলিবিদ্ধ হয়। সেখান থেকে সঙ্গীরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। আশিক ও অজ্ঞাত যুবককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি বিজিবি।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীমউদ্দিন জানান, বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার খবর আমাদের কানেও আসছে। তবে বিষয়টি এখনো কেউ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর