২১ আগস্ট, ২০২৩ ১৮:৪৪

সিএনজি উদ্ধারের ঘটনায় পুরস্কার পেলেন এসআই রায়হান

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সিএনজি উদ্ধারের ঘটনায় পুরস্কার পেলেন এসআই রায়হান

সিএনজি উদ্ধারের ঘটনায় পুরস্কার পেলেন এসআই রায়হান

চুরি যাওয়া সিএনজি উদ্ধারের ঘটনায় পুরস্কার পেলেন ময়মনসিংহের তারাকান্দা থানার এসআই রায়হানুর রহমান। সোমবার ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তাকে নগদ অর্থ পুরস্কার দেন।

এ ব্যাপারে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল জানান, উপজেলার কাকনী বাসস্ট্যান্ড এলাকায় চালককে কৌশলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে একটি সিএনজি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তারাকান্দা থানায় গত ২৪ মার্চ একটি মামলা রুজু হয়।

এরপর তারাকান্দা থানার ওসি আবুল খায়েরের দিক-নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রায়হানুর রহমান তথ্য-প্রযুক্তির ব্যবহার করে আসামিদের শনাক্ত করেন। পরে ঘটনায় জড়িত আসামি শফিকুল ইসলাম (৪৫), কাশেম মোল্লা, মোহাম্মদ জালাল মিয়া (৪৫) ও কামালকে (৩০) গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের কাছ থেকে তথ্য নিয়ে চুরি যাওয়া সিএনজিটি উদ্ধার করা হয়েছে।

পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও জেলার সকল থানার ওসিরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর