২২ আগস্ট, ২০২৩ ১৬:০৪

ঘোড়াঘাটে ‘চায়না দুয়ারি’ জাল জব্দ

দিনাজপুর প্রতিনিধি

ঘোড়াঘাটে ‘চায়না দুয়ারি’ জাল জব্দ

জব্দকৃত চায়না দুয়ারি জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে আনুমানিক ৭২০ মিটারের ২৫টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করার পর আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় ঘোড়াঘাট উপজেলা মৎস্য অফিসার মো. রিয়াজ মোর্শেদ রনজুর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

ঘোড়াঘাট উপজেলা মৎস্য অফিসার মো. রিয়াজ মোর্শেদ রনজু জানান, মঙ্গলবার উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করতোয়া ও মাইলা নদীতে অভিযান পরিচালনা করে এসব জাল উদ্ধার করা হয়। পরে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে উদ্ধারকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর