২৩ আগস্ট, ২০২৩ ১১:২১

কুলাউড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা

মৌলভীবাজার প্রতিনিধি

কুলাউড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা

মৌলভীবাজারের কুলাউড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার তার বক্তব্যে বলেন,  জন্ম-মৃত্যু নিবন্ধনে কুলাউড়া উপজেলা দীর্ঘদিন ধরে জেলার ৭ উপজেলার মধ্যে ৭ম স্থানে অবস্থান করছে। পিছিয়ে পড়া কুলাউড়ার অবস্থানের উত্তরণ ঘটাতে হবে।  জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্বশীলদের তাদের কাজের গতি বৃদ্ধি করতে হবে। তাহলে কুলাউড়াও অন্যান্য উপজেলার মতো ১ম-২য় অবস্থানে পৌঁছতে পারবে।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সিয়াম রাফি, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহকারী প্রোগ্রামার সেলিম বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, আব্দুল মালিক, মোছাদ্দিক আহমদ নোমান প্রমুখ। 

এছাড়া সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর