২৩ আগস্ট, ২০২৩ ১৬:৪৬

নিরাপদ অভিবাসন ও মানব পাচার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন

গাইবান্ধা প্রতিনিধি

নিরাপদ অভিবাসন ও মানব পাচার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবা দুপুরে এডাব্লিউও ইন্টার ন্যাশনাল এন্ড বিএমজেড এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে সদর উপজেলার গিদারী ইউনিয়নের দ্বীন মোহাম্মদ স্কুল প্রাঙ্গনে এই সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ ইদু'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক নেশারুল হক, গাইবান্ধা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)'র অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুর রহিম।

আলোচনা সভায় বক্তারা বিদেশগামীদের উদ্দ্যেশে বলেন, বিদেশ যাত্রা যাতে নিরাপদ হয় এবং কীভাবে একজন বিদেশ যাবে সেটা নিয়েই আজকের এই আলোচনা। তবে  দক্ষ হয়ে বিদেশগমন করতে হবে অন্যথায় ঝামেলা হতে পারে। আমরা অনেকেই জানি না কীভাবে বিদেশ যেতে হয়। তাই সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে গেলে এসব জনবল দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর