২৩ আগস্ট, ২০২৩ ১৮:৪৮

গাইবান্ধায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই লক্ষ্যে গাইবান্ধায় সপ্তাহব্যাপী "বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন গাইবান্ধার আয়োজনে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গন মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হুইপ ও গাইবান্ধা মাহাবুব আরা বেগম গিনি এমপি।

গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক খোরশেদ আলম, সামাজিক বন বিভাগ, রংপুর এর বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান।

মেলায় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চার ভাই, এক বোন নার্সারি, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু, এস,কে,এস ফাউন্ডেশন, হিমু নার্সারি, মামুন নার্সারি, বিসমিল্লাহ নার্সারি, ফার্মাস মার্কেট, কফি আড্ডাসহ ৩৩টি স্টল স্থান পায়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর