৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:১৯

মাটিরাঙ্গায় ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটসহ আটক ৬

খাগড়াছড়ি প্রতিনিধি

মাটিরাঙ্গায় ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটসহ আটক ৬

জব্দকৃত কীট

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার পৌরসভা এলাকা থেকে মাইক্রোবাসসহ ৩ হাজার ৯০০ পিস ভারতীয় ডেঙ্গু রোগের কীট উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মাইক্রোবাসে থাকা ছয়জনকে আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুক্তাধর এ সব তথ্য জানান।

তিনি বলেন, এ জেলাকে মাদকসহ অবৈধ পাচারকারীদের রোধকল্পে পুলিশ প্রসাশন ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আজ মাটিরাঙ্গা পৌরসভা এলাকা থেকে ভারত থেকে নিয়ে আসা ডেঙ্গু পরীক্ষার কীটসহ ছয়জনকে মাইক্রোবাসসহ আটক করা হয়। তাদের মাটিরাঙ্গা থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-মো. মাইন উদ্দীন (২৭), মো. জাহাঙ্গির আলম (২৯), মো. মহিন উদ্দিন (২৯), জাকির হোসেন (৩০), আনোয়ার হোসেন (২৮) ও রবিউল ইসলাম (২৯)।

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এক শ্রেণির লোক অবৈধ পথে ভারত থেকে কীট নিয়ে এসে এখানে বেচাকেনা করছে। এসব কীটের কার্যকারিতা নিয়ে সন্দেহ আছে। তাই পুলিশ প্রশাসনের চোরা কারবারিদের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু জাফর মুহাম্মদ ছালেহ, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর