৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:১৬

বাউফলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাউফল প্রতিনিধি

বাউফলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস  পালিত

পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক সাক্ষরতা  দিবস পালিত হয়েছে।  দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে পরিষদের  হলরুমে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, সাবেক ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া,  উপজেলা  মাধ্যমিক কর্মকর্তা মো. নুরুল হক, সাংবাদিক আমিরুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান,  বাউফল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার লিপি, পরিসংখ্যান কর্মকর্তা সবুজ মিয়া, উপানুষ্ঠানিক  কেন্দ্রের শিক্ষক আসমা খাতুন।

জানা গেছে, সকলের জন্য শিক্ষা বাস্তবায়ন করতে সরকার উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্প গ্রহণ করেছে। ঝরে পরা শিশুদের প্রশিক্ষিত করতে সরকার এ প্রকল্পের আওতায় ব্যাপক কর্মসূচি  গ্রহণ করেছে। প্রকল্প বাস্তবায়ন করতে বাউফলে ৯৭টি কেন্দ্রে একজন উপ-পরিচালক, ৯৭ জন শিক্ষক  ও ৫ জন সুপারভাইজার রয়েছে। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  বাউফল থানার সাব ইন্সপেক্টর আবুল বশার, সাংবাদিক ও  সংশ্লিষ্ট কেন্দ্রের  শিক্ষকগণ। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর