১১ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৫৬

চরভদ্রাসনে কুকুরের টিকাদান কর্মসূচি সম্পর্কে অবহিতকরণ সভা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

চরভদ্রাসনে কুকুরের টিকাদান কর্মসূচি সম্পর্কে অবহিতকরণ সভা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর একটার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা গণহারের কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রুবায়েত উল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, ইউপি চেয়ারম্যান আজাদ খান, মো. ইয়াকুব আলী, মো. জাহাঙ্গীর কবির, এমডিভি সুপার ভাইজার মো. তৌকির আহমেদ, মো. সোহরাব কবির, জনকল্যান চক্রবতী।

জনকল্যান চক্রবর্তী বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর হতে ২০ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়নে জলাতঙ্ক প্রতিরোধী টিকা গণহারে কুকুরকে প্রদান করা হবে। এ সম্পর্কিত বিস্তারিত কর্মসূচি তিনি সভায় উপস্থাপন করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর