১২ সেপ্টেম্বর, ২০২৩ ২০:১৯

প্রজন্মলীগে পদ পেলেন হিরো আলম, বঙ্গবন্ধুর সমাধিতে জানালেন শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রজন্মলীগে পদ পেলেন হিরো আলম, বঙ্গবন্ধুর সমাধিতে জানালেন শ্রদ্ধা

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক পদে যোগ দিয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। এ উপলক্ষে তিনি আজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের হিরো আলম বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করব। তার কবরে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাব।’

তিনি আরো বলেন, ‘এইযে আজ এখানে আমি এসেছি, অনেকেই মনে করবে হিরো আলম মনে হয় আওয়ামী লীগে যোগ দিয়েছে। আমি কিন্তু আওয়ামী লীগে যোগ দেইনি। আমি কিন্তু বিএনপিতেও যোগ দেইনি।’ 

তবে তিনি জানিয়েছেন আগামী নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আর নির্বাচনে অংশ নেবেন না তিনি। যে কোন দলের হয়ে নির্বাচন করবেন।

মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগতো আওয়ামী লীগমনা একটি সংগঠন, তাহলে কি আপনি আওয়ামী লীগের লোক- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে হিরো আলম বলেন, ‌‘এটা সভাপতিকে জিজ্ঞেস করেন।’

হিরো আলম বলেন, ‘আমার জীবনের শেষ ইচ্ছা এমপি হবো। আগামীতে বগুড়া-৬ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিবো। এমপি নির্বাচিত হলে বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে পারবো। আর এটাই আমার চাওয়া।’

এর আগে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের ৪০ জন নেতাকর্মী নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে সকাল ৮টার দিকে সংসদ ভবন এলাকা থেকে একটি মিনিবাসে যাত্রা শুরু করেন হিরো আলম। 

যাত্রা শুরুর আগে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘এটি আমার অনেক দিনের স্বপ্ন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করব। তার কবরে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাব।’

তিনি বলেন, ‘আমাকে অনেকেই প্রশ্ন করছেন, এটাকে লীগ বলছেন আপনারা। আমরা বলছি, এটি একটি সংগঠন। এই বিষয়টা ক্লিয়ার করছি। নামের সঙ্গে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয়।’

এ সময় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, ‘আমার হাতে ফুল দিয়ে বাংলার নতুন প্রজন্মের সন্তান হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক পদে যোগ দিয়েছেন।’ 

প্রসঙ্গত, হিরো আলম এখন প্রায়ই রাজনৈতিক আলোচনায় থাকছেন। গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এর আগে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম।


বিডি প্রতিদিন/জুনায়েদ/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর