১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৫২

ফরিদপুরে ফার্মেসিতে ভোক্তা অধিকারের অভিযান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ফার্মেসিতে ভোক্তা অধিকারের অভিযান

ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে কারসাজির করে স্যালাইনের দাম বেশি নেওয়ার অপরাধে একটি ওষুধ বিক্রিতাকে ১৫ হাজার টাকা জরিমানা ও ফার্মেসিটি সাময়িক বন্ধ করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বেলা ১২টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত দামে স্যালাইন বিক্রির অপরাধে ফাতেমা ড্রাগ হাউজ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটিকে সাময়িক বন্ধ করে দেয় জেলা ভোক্তা অধিকার। পরে শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানোর পাশাপাশি দোকান মালিকদের বেশি দামে ওষুধ বিক্রি না করার জন্য সর্তকতা প্রদান করা হয়। 
অভিযানে ড্রাগ সুপারের প্রতিনিধি ইসহক মিয়া, সিনিয়র বিপনন কর্মকর্তা মো: শাহাদাত হোসেনসহ ওষুধ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর