১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৪৮

বগুড়ায় বেশি দামে আলু বিক্রি ৪ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বেশি দামে আলু বিক্রি
৪ ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় বেশি দামে আলু বিক্রি ও ক্রয় ভাউচার সংরক্ষণ না থাকায় ৪ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত শিবগঞ্জ উপজেলার বিভিন্ন কোল্ড স্টোরেজে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন কোল্ড স্টোরেজে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। কোল্ড স্টোরেজগুলোতে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে আলু বিক্রি করছেন। এছাড়াও কেউ ক্রয় ভাউচার সংরক্ষণ করেননি। বেশি দামে আলু বিক্রি করারয় ৪ ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর