১৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৩১

চাঁপাইনবাবগঞ্জে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলবেষ্টিত ইসলামপুর হতে শাহজাহানপুর  ইউপি পর্যন্ত রাস্তার নরেন্দ্রপুর কাঁচরা খালের ওপর ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার শাহজাহানপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, চাঁপাইনবাবগঞ্জের তত্ত্বাবধানে ৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার ৩৪৩ টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, বর্তমান সরকার জনবান্ধব। জনগণের উন্নয়নে সবসময় কাজ করে। এরই অংশ হিসেবে এই প্রত্যন্ত অঞ্চলে জনগণের যাতায়াতের সুবিধার্থে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ জনপদের অবকাঠামো গড়ে তুলতে নানান পদক্ষেপ নিয়েছেন। একসময়ের অবহেলিত চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং সেইসাথে উন্নয়নের প্রতীক নৌকায় আবারও ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডি চাঁপাইনবাবগঞ্জের  নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রাং, উপজেলা প্রকৌশলী মোছা. নুর নাহার,  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা আওয়ামী মৎস্য লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম,  জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম প্রমুখ। 

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর