১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৩৪

ফরিদপুরে পিয়াজের মোকামে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ফরিদপুর প্রতিনিধি


ফরিদপুরে পিয়াজের মোকামে ভোক্তা অধিদপ্তরের অভিযান

সরকার নির্ধারিত দামে পিয়াজ বিক্রি নিশ্চিত করতে ফরিদপুরের সবচেয়ে বড় পিয়াজের মোকাম সালথার বালিয়া বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকাল ৯টায় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পিয়াজের আড়ৎগুলোতে পাকা রশিদ প্রদান না করা ও মূল্য প্রদর্শন না করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় বাজারের আড়ৎদারদের সরকার নির্ধারিত মূল্যে পিয়াজ ক্রয়-বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান, সরকারি নির্দেশ মোতাবেক পিয়াজ বাজার স্থিতিশীল রাখতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে জেলা কৃষি কর্মকর্তা, চেম্বার অব কমার্সের পরিচালকসহ স্থানীয় কৃষক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর