২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:২৬

গৌরনদীতে দলীয় প্রতিপক্ষের হামলায় তিন যুবলীগ কর্মী আহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদীতে দলীয় প্রতিপক্ষের হামলায় তিন যুবলীগ কর্মী আহত

বরিশালের গৌরনদী উপজেলার কসবায় মোটরসাইকেল থামিয়ে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যায় এ ঘটনায় ভূক্তভোগীদের পক্ষ থেকে যুবলীগ নেতা রাসেদ হাওলাদারসহ তার সহযোগীদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পলাশ হাওলাদার ও তুহিন হাওলাদার নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, টরকী বন্দর এলাকায় দীর্ঘদিন থেকে যুবলীগ নেতা রাসেদ হাওলাদারের সাথে একই দলের রায়হান ও কাওসারসহ তাদের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে।

বুধবার বিকেলে টরকী বন্দরে চলন্ত মোটরসাইকেল থামিয়ে হামলা চালিয়ে যুবলীগ কর্মী রায়হান ফকির, কাওসার ফকির ও ইমাত খানকে এলোপাথারি কুপিয়ে আহত করে দলীয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী থানার ওসি মোঃ আফজাল হোসেন জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে পলাশ হাওলাদার ও তুহিন হাওলাদার নামে দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর