৩ অক্টোবর, ২০২৩ ১৩:৩৩

ডিপ্লোমা ইন্টার্ন নার্স ভাতা প্রদানের দাবিতে গোপালগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিপ্লোমা ইন্টার্ন নার্স ভাতা প্রদানের দাবিতে গোপালগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন

ডিপ্লোমা ইন্টার্ন ও মিডওয়াইফদের ভাতা প্রদানের দাবিতে গোপালগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্টার্নশিপরত নার্সরা অংশ নেয়। মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ শাখার সভাপতি তুষার মোড়ল, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্টার্নশিপরত নার্স ইসরাত জাহান চাদনী, রিমা বেগম, হিমেল রায়, সুস্মিতা মিত্র, তমা বাড়ৈ প্রমুথ বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, জন সাধারণের স্বাস্থ্যসেবা দিতে দিন-রাত সমানভাবে দায়িত্ব পালন করলেও তারা অবহেলিত ও বঞ্চিত। নিয়ম অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা থাকলেও ইন্টার্ন চলাকালীন কোনো ভাতা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের জানালেও কোনো সমাধান মিলছে না। ইন্টার্ন বিষয়ে কোনো সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও তারা জানান। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর