শিরোনাম
৯ অক্টোবর, ২০২৩ ১৩:৩১

পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক প্রশিক্ষণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক প্রশিক্ষণ

ফরিদপুরের চরভদ্রাসনে দুই দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান বিষয়ে কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ প্রদান শুরু হয়।

উপজেলার ৩০ জন কৃষক ও কৃষাণী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।
অনাবাদী পতিত জমি ও বসতবাড়ীর আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় চরভদ্রাসনের ৪ জন, গাজীরটেকের ২০ জন ও হরিরামপুর ইউনিয়নের ৬ জন মোট ৩০ জন এ প্রশিক্ষণ নিচ্ছেন। প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণ প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মো. রইচ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফজ্জেল হোসন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না এ মর্মে সকলকে অবগত করা হয় বলে জানান কৃষি কর্মকর্তা।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর