৯ অক্টোবর, ২০২৩ ১৪:০৩

মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি


মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

হেরোইন রাখার অভিযোগে তাজুল ইসলাম তাজু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত তাজুল ইসলাম মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এমদাদ হোসেনের ছেলে। আজ দুপুরের মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল্লাহ এ রায় দেন। 

২০১৯ সালের ২ সেপ্টেম্বর ডিবি পুলিশের একটি দল তাজুল ইসলামের বাড়ির সামনে থেকে ৮০ গ্রাম হেরোইনসহ তাজুল ইসলাম ও আলফাজ হোসেনকে আটক করে। এতে আসামি তাজুল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানার রায় দেন। অপর আসামি আলফাজ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য ও আসামিপক্ষে এহান উদ্দিন মনা কৌশুলী ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর