১৫ অক্টোবর, ২০২৩ ১৭:০০

দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কলাপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কলাপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা

দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা বাজারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে ইউনিয়ন, ওর্য়াড ও গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিপির সদস্যরা অংশগ্রহণ করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুর্যোগ বিষয়ক সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। বে-সরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজন করে। 

প্রজেক্ট কো-অর্ডিনেটর দিপক কুমার দাশের সভাপতিত্বে সভয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবারস জাপান প্রতিনিধি ডিআরআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিপির সরকারি পরিচালক আছাদ উজ্জজামান খান, ইউপি সদস্য আব্দুল হামিদ খান, হেমায়েত উদ্দিন উকিল, মো.ফজলুল হক সুমন। 

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মঞ্জুরুল আলম, সদস্য শাহিনুর বেগম, জুলিয়েট বাড়ৈ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার রাজিব বিশ্বাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওয়ার্ড সভাপতি শুভুলন বিশ্বাস।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর