১৭ অক্টোবর, ২০২৩ ১৪:৫১

আবদুল মালেক উকিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী, নোয়াখালীতে নানা আয়োজন

নোয়াখালী প্রতিনিধি

আবদুল মালেক উকিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী, নোয়াখালীতে নানা আয়োজন

আবদুল মালেক উকিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী, নোয়াখালীতে নানা আয়োজন

মুক্তিযুদ্ধের অত্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে আবদুল মালেক উকিলের নিজ জেলা নোয়াখালীতে আওয়ামী লীগ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সকালে আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাইজদী কোর্ট মসজিদের পাশে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিহাব উদ্দিন শাহিন, আবদুল মালেক উকিলের দুই ছেলে গোলাম মহি উদ্দিন লাতু, বাহার উদ্দিন খেলন-সহ নানা শ্রেণি-পেশার মানুষ কবর জিয়ারত করেন এবং কোর্ট মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

আবদুল মালেক উকিলের জন্ম ১৯২৪ সালের ১ অক্টোবর নোয়াখালী সদর উপজেলার রাজাপুর গ্রামে। ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী হন। ১৯৭৫ সালে তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর