৩০ অক্টোবর, ২০২৩ ১৭:২৫

কলমাকান্দায় ভারতীয় রুপিসহ চোরাকারবারি আটক

নেত্রকোনা প্রতিনিধি

কলমাকান্দায় ভারতীয় রুপিসহ চোরাকারবারি আটক

প্রতীকী ছবি

নেত্রকোনার পাহাড়ি সীমান্ত উপজেলার কলমাকান্দা থেকে ভারতীয় রুপিসহ মোশারফ হোসেন মিন্টু (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

সোমবার সকালে লেংগুরা বিওপির সুবেদার গোলাম কবীর বাদী হয়ে মোশারফ হোসেন মিন্টুকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা করেন। দুপুরে পুলিশ ওই মামলায় মোশারফ হোসেন মিন্টুকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। গ্রেফতার ব্যক্তি উপজেলার লেংগুরা ইউনিয়নের পশ্চিম লেংগুরা গ্রামের হযরত আলীর ছেলে।

এর আগে, রবিবার রাতে উপজেলার লেংগুরা ইউনিয়নের কালাপানি বড় মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

লেংগুরা বিওপির সুবেদার গোলাম কবীর বলেন, বিজিবিকে ফাঁকি দিয়ে কৌশলে চোরাকারবারিরা দেশি টাকার বিনিময়ে ভারতীয় রুপি সংগ্রহ করে ভারত থেকে বিভিন্ন মালামাল কিনে চোরাচালান করে আসছিল।

এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে কালাপানি পাহাড়ের বড় মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোশারফ নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, সোমবার দুপুরে মোশারফ হোসেন মিন্টুকে আদালতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর