৩০ অক্টোবর, ২০২৩ ১৮:২৫

ট্রলার ডুবির তিনদিন পর ৩ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

ট্রলার ডুবির তিনদিন পর ৩ জেলে উদ্ধার

উদ্ধার জেলেরা

বঙ্গোপসাগরে উপকূলে ফিশিং ট্রলার ডুবির তিনদিন পর সুন্দরবনের মান্দরবাড়িয়া দ্বীপে আশ্রয় নেওয়া ৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। খুলনার কয়রা উপজেলার এই তিন জেলে সুন্দরবনের মান্দরবাড়িয়া এলাকায় মাছ ধরতে গেলে গত ২৮ অক্টোবর তাদের ফিশিং ট্রলারটি বিকল হয়ে বঙ্গোপসাগর উপকূলে ডুবে যায়।

পরে ফিশিং ট্রলারটিতে থাকা ৩ জেলে সুন্দরবনের মান্দরবাড়িয়া দ্বীপের গাছে আশ্রয় নেয়। কোস্টগার্ড জাহাজ সোমবার সকালে সুন্দরবনের মান্দরবাড়িয়া এলাকায় অভিযানকালে এসব জেলেদের দেখতে পেয়ে উদ্ধার করে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন এ তথ্য নিশ্চিত করেছে।

কোস্টগার্ড জানায়, গত ২৮ অক্টোবর সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় জেলেদের ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে একপর্যায়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে ভাসতে ডুবে যায়। পরবর্তী সময়ে জেলেরা মান্দারবাড়িয়া দ্বীপের গাছে আশ্রয় নেয়। সোমবার সকালে জাহাজে মা ইলিশ রক্ষা অভিযান কালে কোস্টগার্ড সদস্যরা ওই ৩ জেলেকে দেখতে পেয়ে দ্বীপ থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথামিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। উদ্ধার জেলেদের এখন পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর