২ নভেম্বর, ২০২৩ ২১:০১

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার বিকালে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিতরণ অনুষ্ঠিত সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এ সময় উপজেলা বিভিন্ন এলাকার ১৬শ জন কৃষকদের মাঝে এক কেজি সরিষার বীজ, ১০কেজি এম ও পি সার ও ১০কেজি ডিএ পি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক । এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তারা প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর