১২ নভেম্বর, ২০২৩ ১৬:৪০

শরীয়তপুরের জাজিরা উপজেলায় চারটি বড় ব্রিজ উদ্বোধন

অনলাইন ডেস্ক

শরীয়তপুরের জাজিরা উপজেলায় চারটি বড় ব্রিজ উদ্বোধন

ব্রিজ উদ্বোধন করা হয়

শরীয়তপুর জেলার- এলজিইডি আওতায় জাজিরা উপজেলায় গুরুত্বপূর্ণ নদীর ওপর চারটি বড় ব্রিজের উদ্বোধন ও দুইটি সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। 

রবিবার বিকালে উপজেলাধীন বড়কান্দি ইউনিয়নে মরহুম দেলোয়ার হোসেন দবির মাল সেতু, মূলনা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মরহুম এস্কানদার সরদার সেতু, জয়নগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিন মাস্টার সেতু  ও সেনেরচর ইউনিয়নে নদীর ওপর বীর মুক্তিযোদ্ধা আ. জব্বার আকন সেতুর  এবং পালেরচড় ইউনিয়নের রাস্তার কাজের ভিত্তি প্রস্তর ও গোপালপুর ইউনিয়নের দেওয়ান কান্দি পাকা রাস্তা উদ্বোধন করে করা হয়েছে। 

ভিত্তি প্রস্তর ও নতুন ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর -১ আসানের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সদর সপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ( প্লানিং) মো. জসিম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী শাজাহান ফরাজি, সহকারী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রীস ফারাজি ও মেস্সাস আমিন বিল্ডাসের ঠিকাদার প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর