১৮ নভেম্বর, ২০২৩ ২২:২৬

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ঝালকাঠিতে ক্ষয়ক্ষতি

ঝালকাঠির প্রতিনিধি:

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ঝালকাঠিতে ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় লঞ্চঘাট সংলগ্ন বিষখালী নদীর তীরের এক কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। বড় কাঠালিয়া ও কচুয়া গ্রামসহ কয়েকটি গ্রামে বসতঘর ভেঙে তছনছ হয়ে গেছে। গাছ উপড়ে পড়ে বহু ঘর গাছের নিচে চাপা পড়েছে। 

বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে ও হেলে গিয়ে তিন কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জেলাজুড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ছিল। তবে ঝড়ের পূর্ববাস পাওয়ার পর কিছু এলাকায় বিদ্যুৎ-বিচ্ছিন্ন করে দেওয়া হয় ৩৮ ঘণ্টা পূর্বে। মোবাইল টাওয়ার বন্ধ হয়ে যাওয়ায় জেলার সাথে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে।  

কৃষি বিভাগ জানিয়েছে, ৭ শত হেক্টর খেসারি, পাঁচশত হেক্টর পাকা উপসী আমন, ২ শত হেক্টর দুধ কলম ধান, পাঁচশত হেক্টর কলা বাগান ও পাঁচ শত হেক্টর শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর