২২ নভেম্বর, ২০২৩ ২০:৫৮

মুন্সীগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে মামলার সাক্ষ্য নিলেন বিচারক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে মামলার সাক্ষ্য নিলেন বিচারক

মুন্সীগঞ্জে প্রথমবারের মতো ভার্চুয়াল পদ্ধতিতে মামলার সাক্ষ্য গ্রহণ করলেন আদালতের বিচারক। বুধবার বেলা পৌনে ১১টার দিকে সাক্ষ্য গ্রহণ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। তিনি তার নিজ বিচার ফাইলের ডাক্তার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, বিচারকের আদালতের  সিরাজদিখান থানার মামলা নং ১৬(৪)২০১৮ এর  আদেশ নং-৪৭ মূলে গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের এপিপি মুনীরুজ্জামান কনক মামলার জখমী সনদ প্রদানকারী ডাক্তার লিফাত নূর লুনা, তৎকালীন মেডিকেল অফিসার সিরাজদিখান উপজেলার জৈনসার উপ-স্বাস্থ্য কেন্দ্র এর সাক্ষ্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ২০ আগস্ট তারিখের ৪৯০ নম্বর বিজ্ঞপ্তিতে বর্ণিত প্রাকটিস নির্দেশনা মোতাবেক অডিও-ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করার জন্য আদালতে আবেদন করেন।

ডাক্তার লিফাত নূর লুনা বর্তমানে কোভিড-১৯ হাসপাতাল, ঢাকায় কর্মরত। সারাদেশে চলমান হরতাল ও অবরোধের কারণে আদালতে স্ব-শরীরে হাজির হয়ে তার সাক্ষ্য প্রদান করা ঝুকিপূর্ণ ও দূরহ। এছাড়া উক্ত সাক্ষী জরুরি চিকিৎসা কাজে নিয়োজিত বিধায় সাক্ষীর সাক্ষ্য অডিও-ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গ্রহণ করার জন্য বিচারক অনুমতি প্রদান করেন।

সেই পরিপ্রেক্ষিতে বুধবার ডাক্তার লিফাত নূর লুনার হোয়াটঅ্যাপ নাম্বারে অডিও-ভিডিও কলের মাধ্যমে বিচারক এজলাস কক্ষে বসে তার সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুনীরুজ্জামান কনক সাক্ষ্য গ্রহণে সহযোগিতা করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর