২৩ নভেম্বর, ২০২৩ ১৫:২৬

কুলিয়ারচরে পিকআপভ্যানে আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কুলিয়ারচরে পিকআপভ্যানে আগুন

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। 

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপভ্যানটি ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা এটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে পিকআপভ্যানটির সামনের বেশ কিছু অংশ পুড়ে গেছে। 

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে একই এলাকায় গাছের টুকরা ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টির চেষ্টা করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর