২৮ নভেম্বর, ২০২৩ ১৮:৩৩

পটুয়াখালী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বাউফল প্রতিনিধি

পটুয়াখালী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব আ স ম ফিরোজ এমপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 
আজ মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার সহকারী রিটার্নিং অফিসার ও বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর কাজ থেকে এ ফরম সংগ্রহ করা হয়। 
বাউফল উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহিন শরীফ জানান, এর আগে হাসিবুল আলম তালুকদার, ডাঃ জোবায়েত  রাসেল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছেন। ডঃ শফিকুল ইসলাম ভোটার লিস্ট সংগ্রহ করেছেন।  আওয়ামিলীগ  সুত্রে জানা গেছে,  এ আসন থেকে  মনোনয়ন  বঞ্চিত ১২ আবেদনকারীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ স ম ফিরোজ এমপি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের জন্য  ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) দলীয় কার্যালয় জনতা ভবনে দোয়া মিলাদ অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে। 

আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল আলম মিয়া, বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি  ইব্রাহিম ফারুক, সাধারণ সম্পাদক এনায়েত খান সানা, যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক হারুন অর রশিদ খান,  যুবলীগ  সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, পৌর যুবলীগ সভাপতি মামুন খান, এড. মাহফুজ  মিয়া, প্রভাষক কবিরুজ্জামান, শামসুল কবির নিশাত প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর